গোপনীয়তা নীতি
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রাইভেসি সঠিক ভাবে সংরক্ষণের জন্য আমরা এই পলিসি আপনার সামনে তুলে ধরলাম। আমাদের পলিসি পড়লে আপনারা জানতে পারবেন যে আমরা কিভাবে ভিজিটরদের ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করি এবং তা মূল্যায়ন করি। তাছাড়া এই পেজ থেকে আপনারা আমাদের আরও অন্যান্য পলিসি সম্পর্কেও ধারণা পাবেন।
আমরা কি ধরনের তথ্য সংগ্রহ করি?
কেউ যখন আমাদের ব্লগে কমেন্ট, সাবস্ক্রাইব করে কিংবা নাম ই-মেইল ও অন্যান্য বিবরণের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা উক্ত তথ্য গুলো যথাযথভাবে আমাদের তথ্য ভাণ্ডারে সংগ্রহ করে রাখি। তাছাড়া কেউ যখন আমাদের ব্লগের যোগাযোগ ফর্ম ব্যাবহার করে যোগাযোগ করে তখন আমরা তার নাম ঠিকানা আমাদের তথ্য ভাণ্ডারে সংগ্রহ করে রাখি।
সংগ্রহীত তথ্য আমরা কিভাবে ব্যাবহার করি?
- আপনার প্রদত্ত তথ্য থেকে আপনার চাহিদা গুলি সম্পর্কে ধারণা নিয়ে সেই মোতাবেক কাজ করার চেষ্টা করি।
- আপনার নিকট থেকে প্রাপ্ত তথ্যর উপর ভিত্তি করে ব্লগের ডিজাইন সহ অন্যান্য বিষয় গুলি উন্নত করার চেষ্টা করি।
- আপনার প্রদত্ত তথ্য থেকে গ্রাহক পরিসেবা উন্নত করতে আরও কার্যকর ভূমিকা পালন করি।আপনার প্রদত্ত ই-মেইল এড্রেস এর মাধ্যমে নিয়মিত নিউজলেটার পাঠাতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে ব্যবহার করি।
আমরা কি Cookies ব্যাবহার করি?
European Union(EU) এর নিয়ম অনুসারে যে কোন ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিটরদের তার কাঙ্ক্ষিত ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেয়ার জন্য Cookies ব্যাবহার করতে হয়। সে জন্য আমরা আপনার তথ্য সংগ্রহ করার জন্য Cookies ব্যাবহার করি। Cookies হচ্ছে ছোট ফাইল, যা আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে সাইট বা পরিষেবা প্রদানকারী স্থানন্তর করে(যদি আপনি অনুমতি দেন)। এই Cookies ব্যাবহার এর ফলে আমরা আমাদের ব্লগের ভিজিটরদের সম্পর্কে ধারণা নিতে পারি।
আমরা কি কোন তথ্য প্রকাশ করি?
আমরা তৃতীয় পক্ষের বা ভিজিটরদের কোন প্রকার তথ্য, ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করিনা। এ ক্ষেত্রে আমরা যথেষ্ট সচেতন।
তৃতীয় পক্ষের লিংকস
মাঝে মাঝে আমাদের বিবেচনার ভিত্তিতে আমরা আমাদের সাইটে তৃতীয় পক্ষের পণ্য বা পরিষেবা লিংকের মাধ্যমে অফার করে থাকি। তবে এই ক্ষেত্রেও তৃতীয় পক্ষের সাইটগুলি পৃথক ও স্বাধীন গোপন নীতিমালা রয়েছে কিনা তা আমরা যাচাই বাছাই করি। তাই আমাদের এই লিঙ্কযুক্ত সামগ্রী ও ক্রিয়াকলাপের জন্য অন্য কোন সাইটের দায় দায়িত্ব নেই। আমাদের সাইটের নীতিনিষ্ঠা রক্ষা করতে ও সাইট সম্পর্কে আপনাদের মতামত প্রদানের জন্য সবসময় স্বাগত জানাই।
শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইনের সম্মতি
আমাদের সাইটের পরিষেবাগুলি সর্বনিম্ন ১৩ বছর বা তার বেশি বয়সের ব্যাক্তিদের কাছে পরিচালিত হয়। কারণ আমাদের ব্লগটি COPPA( Children's Online Privacy Protection Act) অনুসারে ১৩ বছরের কম বয়স্কদের ব্যাবহারের অনুমতি প্রদান করেনা।
আমাদের Privacy Policy পরিবর্তন
আমরা আমাদের ব্লগের প্রয়োজনের তাগিদে যেকোন সময় প্রাইভেসি পলিসি পরিবর্তন করতে পারি।প্রাইভেসি পলিসি পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের এই পেজের মাধ্যমে সকলকে জানিয়ে দেয়া হবে।
আমাদের Privacy Policy সম্পর্কে অভিযোগ বা মতামত প্রদান
আমরা সবসময় আমাদের ব্লগের পাঠক ও ভিজিটরদের মতামত গুরুত্ব সহকারে মুল্লায়ন করে থাকি।আমাদের সাইটের Privacy Policy সম্পর্কে আপনার কোন অভিযোগ কিংবা মতামত থাকলে আপনি আমাদের যোগাযোগ ফর্ম এর মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনার মতামত সাদরে গ্রহণ করব।আপনার পরামর্শ মূল্যায়ন করে আমাদের Privacy Policy এর সংশোধন করার সর্বদা চেষ্টা করব।