জন্মদিনের পোশাকে পরিমনি সমালোচনার মুখে।

সম্প্রতি বহুল আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরিমনির জন্মদিন ছিল গত ২৪শে অক্টোবর। প্রতিবারের মতোই তিনি তার জন্মদিন পালন করেছেন ধুমধাম ভাবে। কিন্তু জন্মদিনে শুধুমাত্র তার কাছের মানুষদের নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। এবারের জন্মদিনে প্রতিবারের মত থিম রেখেছিলেন তিনি। আর সেটি ছিল লাল-সাদা। এই থিমে তার জন্মদিনের আয়োজন এর সব ডেকোরেশনও ছিল লাল সাদা। ধারণা করা হচ্ছিল যে, সাদা শুভ্রতা এবং লাল শক্তি বুঝাতেই এই থিম নির্ধারণ করা হয়েছে। চমক রাখার জন্য পরীমনিও সবকিছু প্রকাশ্যে খোলাসা করেননি। গতবছর থিম হিসেবে তিনি ব্যবহার করেছিলেন ময়ূর। গতবছরের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিতর্কের কারণে তিনি জানিয়ে দিয়েছিলেন যে তার আগামী বছর জন্মদিন তিনি অবশ্যই ককপিটে পালন করবেন। আর সেই কথা রক্ষার্থেই তার জন্মদিন পালনের মঞ্চ ককপিটের মতন করে সাজানো হয়েছে। যার রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে লাল-সাদা। সেখানে ওপরে লিখা ফ্লাই উইথ পরি। তিনি তার জন্মদিনে সবার সামনে লাল এবং সাদা রঙের থিম নির্বাচন করার কারণে তার জন্মদিনের সবাইকেই লাল এবং সাদা রঙের ড্রেস পড়ে আসতে দেখা যায়। আর পরিমনিকেও লাল সাদা রঙের বিমানবালা স্বরূপ ড্রেস পরিহিত দেখা যায়। কিন্তু এবার পোশাক নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাকে। তিনি পোশাকের থিম ঠিক রাখলেও যা করেছেন তা দেখে পার্টির বেশিরভাগ মানুষেরই মাথায় হাত। আসলে পরিমনির ড্রেসটা এয়ার হোস্টেজের মতন রাখতে যেয়ে একটু বেশিই গরমিল হয়ে গিয়েছে। তার ড্রেসআপ সেন্স পার্টিতে অনেকেই ফেলেছে লজ্জায়। কিন্তু এখানেই থেমে নেই বার্থডে গার্ল পরীমনি। পার্টিতে সে গানের সাথে নেচে এন্ট্রি করেছিলো এবং নেচে-গেয়ে সবাইকে মাতিয়ে রেখেছিলো। তার বার্থডে কেক নিয়ে সবার গালে লাগিয়ে দিয়েছেন যাতে অনেকে খুশি হলেও কিছু মানুষকে বিরক্ত হতেও দেখা গিয়েছে। বেশ কয়েক বছর ধরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করছেন পরীমনি। অনেক ঝড়-ঝাপটা যাওয়ার পরেও এবছরও কোন ধরনের ব্যতিক্রম হয়নি। পরিমনির এবারের জন্মদিনকে ঘিরে ছিলো বাড়তি আকর্ষণ এবং তার ভক্তদের মধ্যে উত্তেজনা। শুভ্র শক্তির মূলমন্ত্র নিয়ে নতুন করে শুরু করলেন পরীমনি। বর্তমানে পরীমনি ব্যস্ত রয়েছেন অনেক ছবির শুটিংয়ে। বর্তমানে তিনি গিয়াস উদ্দিন সেলিমের গুনি ছবি নিয়ে কাটাচ্ছেন খুব ব্যস্ত সময়। এছাড়া তার অনেকগুলো ছবির শুটিং শুরু করার কথা রয়েছে খুব শীঘ্রই।

 





নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.