কি হবে যদি আপনি চোরাবালির মধ্যে আটকে পড়েন?
আপনি কখনও চিন্তা করেছেন আপনি যদি কখনো চোরাবালিতে আটকে যান তাহলে বাঁচার জন্য কি করবেন? আজ চোরাবালির হাত থেকে বাঁচার কয়েকটি সহজ উপায় সম্পর্কে জানতে পারবেন। এই উপায় গুলো হয়তো কোন একদিন আপনার ও আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে।
আপনি যদি কখনো সমুদ্রের আশেপাশে ঘুরতে থাকেন আর আপনার কাছে মনে হয় আপনি আস্তে আস্তে বালির ভেতরে ঢুকে যাচ্ছেন তাহলে বুঝবেন আপনি বড় একটি সমস্যায় পড়তে যাচ্ছেন। এই নরম বালিকেই বলা হয় চোরাবালি। যা আপনাকে আস্তে আস্তে নিচের দিকে টেনে নিয়ে যাবে। আর হয়তো আপনার সেখানেই মৃত্যু হয়ে যাবে। তবে বেশিরভাগ চোরাবালি তেমন গভীর হয় না। যার কারণে আমাদের অর্ধেক শরীরই এর ভেতরে ঢুকতে পারে। যতক্ষণ না আপনি এর থেকে বের হওয়ার চেষ্টা করবেন ততক্ষণ আপনি এর ভেতরে ঢুকবেন না। কারণ আপনি এর মধ্যে যত নড়াচড়া করবেন এটি আপনাকে ততই নিচের দিকে টানতে থাকবে। তাই কখনো এমন অবস্থায় পড়লে উত্তেজিত হবেন না। এর থেকে বের হওয়ার কথা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কারন আপনার শরীরের নড়াচড়া আপনাকে এর ভিতরে আরও বেশি টেনে নিয়ে যাবে।
অনেক সময় এই চোরাবালি অনেক গভীর হতে পারে। আবার আপনি যদি কিছুই না করেন তাহলে আপনি কখনোই এর থেকে বের হতে পারবেন না। আপনি যতক্ষণ এর ভেতরে আটকে থাকবেন ততই বিপদ বেড়ে যাবে। এর ভেতরে আটকে থাকলে আপনার ডিহাইড্রেশন, হাইপোথারমিয়ার মত বিভিন্ন রোগ হতে পারে। বেশিরভাগ চোরাবালি নদী কিংবা সমুদ্রের আশেপাশে পাওয়া যায়। তাই আপনি যখনই এর ভেতরে আটকে যাবেন অবশ্যই সময়ের কথা মাথায় রাখবেন। কারণ সমুদ্রের ঢেউ প্রতিনিয়ত পাল্টাতে থাকে। হতে পারে এর মধ্যে আটকে যাওয়ার ফলে আপনি সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যাবেন। তাই এর ভেতরে আটকে পড়লে আপনাকে বের হওয়ার পদ্ধতি খুঁজতে হবে। তবে সেটা খুবই সাবধানতার সাথে। কারন তাড়াহুড়া করলে হিতে বিপরীত হতে পারে।
তাই এমন কোন পরিস্থিতিতে পড়লে মাথা ঠান্ডা রাখতে হবে, যত দ্রুত সম্ভব আপনার শরীরের ভারী জিনিসপত্র ফেলে দিতে হবে। তারপর আপনার শরীর পিছনের দিকে ঘুরানোর চেষ্টা করুন। যার ফলে আপনার আশেপাশে খানিকটা জায়গার সৃষ্টি হবে। আর খালি জায়গায় আস্তে আস্তে পানি উঠতে শুরু করবে। এর ফলে আপনি খানিকটা নড়াচড়া করতে পারবেন। এতে আপনার চোরাবালি থেকে বের হতে সহজ হবে। এই ট্রিকটি তখনই কাজে লাগবে যখন আপনার জীবন বাঁচানোর জন্য আশেপাশে কেউ থাকবে না।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।