গোলান মালভূমি কার দখলে?



গোলান মালভূমি

দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি হচ্ছে গোলান।গোলান মালভূমি ১১৫০ কিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার একটি অংশ।ইসরাইলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটি ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধে, ইসরাইল দখল করে নিয়েছিলো। এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ৩০ হাজার যার মদ্ধে প্রায় অর্ধেকই হোল ১১ টি ইসরাইল অধিকৃত বসতির ইহুদী।

গোলান মালভূমি কেন এত গুরুত্বপূর্ণ?

সামরিক এবং কৌশলগত কারনে গোলান মালভূমির গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বের বাইরেও এই এলাকা মিঠা পানির প্রধান উৎস। ইসরাইল এ ব্যবহৃত মিঠাপানির তিন ভাগের এক ভাগ জোগান দেয় গোলান। জায়গাটি চাষাবাদের জন্যও বিশেষ উপযোগী। এখানে আঙুরের চাষ হয়, পশুপালন হয়। গোলান মালভূমি থেকে মাত্র ৪০ মাইল দূরে সিরিয়ার রাজধানী দামেস্ক শহর এবং দক্ষিণ সিরিয়ার বড় অংশ এখান থেকে স্পষ্ট দেখা যায়। সিরিয়ান সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য এটি একটি আদর্শ স্থান। তাছাড়া পার্বত্য এলাকা হওয়ার কারনে সিরিয়ার সেনাবাহিনীর কোন সম্ভাব্য আক্রমণের পথে এটি একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে।
নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.