স্ট্যাচু অব খ্রিষ্ট রেডিমাস।


স্ট্যাচু অব খ্রিষ্ট রেডিমাস হলো বিশালাকৃতির যিশুর মূর্তি। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যিশুর মূর্তি। যিশুখ্রিষ্ট যেমন খ্রিষ্টধর্মের প্রতীক, এই মূর্তিটিও তেমনি রিও এবং ব্রাজিলের প্রতীক। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন যিশু তাঁর দুই হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করছেন। মূর্তিটির প্রসারিত হাতের দৈর্ঘ্য ৯২ ফুট। এটি ১৯৩১ সালে নির্মিত হয়। যিশুর এ মূর্তিটি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে করকোভাডো পর্বতে ২,৩০০ ফুট উঁচুতে অবস্থিত। কংক্রিট, পাথর এবং ইস্পাতের তৈরি এ মূর্তিটির উচ্চতা ৩০ মিটার (৯৮ ফুট) এবং ৬৩৫ টন। মূর্তিটির নকশা করেন ব্রাজিলের স্থপতি হেইটর দ্যা সিলভা কস্টা এবং এটি নির্মাণ করেন পল ল্যান্ডওইয়াক্সি। এটি নির্মাণ করতে সময় লাগে ৫ বছর।
নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.