চীনের মহাপ্রাচীর।
কেউ বলেন ৩,০০০ মাইল, আবার কেউ বলেন ৪,৫০০ মাইল লম্বা হলো চীনের মহাপ্রাচীর। লম্বায় যাই হোক, এটা যে পৃথিবীর বৃহত্তম স্থাপনা এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। মহাশূন্যে (আউটার স্পেস) থেকে দৃশ্যমান একমাত্র স্থাপনা এটি। চীনের মহাপ্রাচীরটির নির্মাণ কাজ শেষ হয় খ্রিষ্টপূর্ব ২২০ অব্দে। প্রায় ৩,০০,০০০ শ্রমিকের ২,০০০ বছর সময় লেগেছে এই মহাপ্রাচীরটি নির্মাণ করতে। বহিঃশত্রু, বিশেষ করে মঙ্গলীয়দের আক্রমণ থেকে চীনকে রক্ষা করতে চীন রাজবংশের প্রতিষ্ঠাতা শিহুয়াংডি সেনাপতি মিং তিয়ানকে মহাপ্রাচীর নির্মাণের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক পেই শহরের উত্তর-পশ্চিমাংশ ঘেঁষে পেইচিং-এর পাঁচটি প্রদেশের মধ্য দিয়ে এই মহাপ্রাচীর নির্মিত হয়। তবে আজকে যে চীনের মহাপ্রাচীরটি দেখা যায়, তা পঞ্চদশ শতাব্দীতে নির্মাণ করেন মিং সম্রাট। ২০০৭ সালে একটি বিশেষজ্ঞ দল মহাপ্রাচীরটির দৈর্ঘ্য পরিমাপের কাজে হাত দেয়, যা ২০১১ সালে শেষ হয়েছে। বর্তমান হিসেব অনুযায়ী সমস্ত শাখা-প্রশাখা নিয়ে দেয়ালটির দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার (১৩,১৭১ মাইল)।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।