বাংলা ভাষার উৎপত্তি।


বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বে প্রান্তের একটি ইন্দো-আর্য ভাষা। এ ভাষাটির উৎপত্তি হয়েছে সংস্কৃত, পালি ও প্রাকৃত ভাষার মধ্য দিয়ে। খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দের শেষ প্রান্তে এসে মধ্য ভারতীয় আর্য ভাষাগুলোর উদ্ভব ঘটে, সেগুলোর মধ্যে বাংলা ভাষা একটি। কোনো কোনো ভাষাবিদ তারও অনেক আগে ৫০০ খ্রিষ্টাব্দের দিকে বাংলা ভাষার জন্ম হয় মত প্রকাশ করেন। তবে এ ভাষাটি তখন পর্যন্ত কোনো সুস্থির রূপ ধারণ করেনি। সে সময় এর বিভিন্ন লিখিত ও ঔপভাষিক রূপ পাশাপাশি বিদ্যমান ছিলো। যেমন, ধারণা করা হয় ষষ্ঠ শতাব্দীর দিকে মাগদি অপভ্রংশ থেকে মাগধি অবহটঠের উদ্ভব ঘটে। এই অবহটঠ ও বাংলা কিছু সময় ধরে সহাবস্থান করেছিলো।  বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়- প্রাচীন বাংলা (৯০০/১০০০ সাল থেকে ১৪০০ সাল পর্যন্ত), মধ্য বাংলা (১৪০০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত) এবং আধুনিক বাংলা (১৮০০ সাল থেকে বর্তমান)। প্রাচীন বাংলার লিখিত নিদর্শনের মধ্যে আছে 'চর্যাপদ', আর মধ্য বাংলার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন হলো চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন'। কোনো কোনো ভাষাবিদ মধ্য বাংলার যুগকে আদি ও অন্ত- এই দুই ভাগে ভাগ করেছেন। বাংলা ভাষা ঐতিহাসিকভাবে পালির সাথে বেশি সম্পর্কিত হলেও মধ্য বাংলার (চৈতন্য যুগে) ও বাংলা সাহিত্যের আধুনিক রেনেসাঁসের সময় বাংলার ওপর সংস্কৃত ভাষার প্রভাব বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়ার আধুনিক ইন্দো-ইউরোপীয় ভাষাগুলোর মধ্যে বাংলা ও মারাঠির শব্দভাণ্ডারে প্রচুর সংস্কৃত শব্দ রয়েছে। বাংলা বাংলাদেশের একমাত্র স্বীকৃত রাষ্ট্রভাষা। এ ছাড়াও ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত ২৩টি সরকারি ভাষার মধ্যে বাংলা অন্যতম। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা হলো বাংলা। আসাম রাজ্যের বরাক উপত্যকার তিন জেলা- কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে স্বীকৃত সরকারি ভাষা হলো বাংলা। এছাড়াও ভারতের আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের অন্যতম প্রথান স্বীকৃত ভাষা বাংলা।
নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.