৯০ ভাগ ভাষা হারিয়ে যাবে !
দিন দিন হারিয়ে যাচ্ছে একের পর এক ভাষা। ভাষার এ হারিয়ে যাওয়ার কারণ হিসেবে উপনিবেশ ও সম্রাজ্যবাদকেই দায়ী করেন ভাষাতত্ত্ববিদরা। তাঁদের মতে, ব্রিটিশ, পর্তুগিজ, ডাচ, স্প্যানিশ ও ফরাসি উপনিবেশের কবলে পড়ে গত ৫০০ বছরে পৃথিবীর প্রায় অর্ধেক ভাষার মৃত্যু ঘটেছে। ঔপনিবেশিক শাসনের কারণেই বর্তমানে বিশ্বের ৯৪ শতাংশ মানুষ কথা বলে মাত্র ৬ শতাংশ ভাসায়। আর বাকি ৯৪ শতাংশ ভাসায় কথা বলে ৬ শতাংশ মানুষ। ইউনেস্কোর তথ্যমতে, মাত্র এক প্রজন্মের মৃত্যুর পরই পৃথিবী থেকে বিদায় নেবে অন্তত ৫০০টি ভাষা। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের একজন ভাষাবিদ দাবি করেছেন, ২১০০ সালের মধ্যে শতাংশ ভাষা বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু ২০০৯ সালে চীনের অধ্যাপক 'লুয়ো কিং চুন' বলেন, অতো সময় লাগবে না, ২০৫০ সালের মধ্যেই ৯০ শতাংশ ভাষা বিলুপ্ত হয়ে যাবে। আর এজন্যে তাঁরা শক্তিমানের জয় এবং দুর্বলের পরাজয়কেই দায়ী করেন।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।