বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। ১৯২০ সালে তৎকালীন ভারতীয় আইনসভায় 'ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট' পাশ হলে ঢাকার একটি আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি আইনগত ভিত্তি পায়। ১৯২০ সালের ১ ডিসেম্বর পি জে হার্টজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯২১ সালের ১ জুলাই আনুমানিকভাবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় 'ঢাকা বিশ্ববিদ্যালয়'। ৬০ জন শিক্ষক, ৮৭৭ জন ছাত্ত্রছাত্রী এবং ৩টি আবাসিক হল ও জগন্নাত হল ( ঢাকা হল, মুসলিম হল ও জগন্নাত হল ) নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ৩৭,৮০০ এবং শিক্ষক সংখ্যা ১,৮০৫ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি মুসলিম ভিসি ছিলেন স্যার এ এফ রহমান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ইংল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয় হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১১৬০ সালে। ইংরেজি ভাষাভাষি বিশ্বের এটি সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা ছুটে আসেন এই বিশবিদ্যালয়ে। এ কারণেই অক্সফোর্ডের ২২,১১৬ জন শিক্ষার্থীর মধ্যে এক-চতুর্থাংশই ইংল্যান্ডের বাইরের। বিশ্বের ১৩০টি জাতির শিক্ষার্থী অধ্যয়ন করেন অক্সফোর্ডের গভার্নি কলেজে। এ কারণে একে কলেজিয়েট ইউনিভার্সিটি বলা হয়। ২৫ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের ১৩ জন প্রধানমন্ত্রীসহ বিশ্বের বহু বিখ্যাত ব্যাক্তি অক্সফোর্ড বিশবিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ৪৭ জন শিক্ষার্থী এ পর্যন্ত ৬টি ক্যাটাগরিতেই নোবেল পুরুস্কার পেয়েছেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ বা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম একটি পুরোনো এবং ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি ১২০৯ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজে প্রতিষ্ঠিত হয়। ইংরেজি ভাষাভাষি বিশ্বে এটি দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে জীবিত থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি তৃতীয় প্রাচীনতম। এ বিশ্ববিদ্যালয়টির অধীনে ৩১টি আলাদা কলেজ থাকায় একে ইংল্যান্ডের একটি প্রাচীনতম একটি অন্যতম বিশাল এলাকার বিশ্ববিদ্যালয় বলা হয়। বিশ্বজুড়ে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়টি অনেক আগে থেকেই সুপরিচিত। ফলে এখানকার শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো স্থানে বিশেষ সন্মান পেয়ে থাকেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১৮,৪৮৮ জন শিক্ষার্থী আছেন। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ১১৪টি লাইব্রেরি, জাদুঘর ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগ্রহ। স্যার আইজ্যাক নিউটন, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মনমোহন সিং, জওহরলাল নেহরু, জে জে থমসন, চ্যাডইউক, স্টিফেন হকিংসহ বিশ্ববিখ্যাত অনেক বরেণ্য ব্যাক্তি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।