বিশ্বের প্রথম মুদ্রিত বই।
বিশ্বের প্রথম বইটি প্রকাশিত হয়েছিলো ৮৬৮ খ্রিষ্টাব্দের ১১ মে, চীনে। জাপানের ধর্মপ্রাণ সম্রাজ্ঞী মোবতোকু বুদ্ধদেবের দশ লাখ বাণী নিয়ে 'হীরক সূত্র' নামক একটি বই ছাপার পরিকল্পনা করেছিলেন। তখন বিদ্যুৎচালিত ছাপার যন্ত্র হয়নি। তাই কাঠের ব্লক তৈরি করে হস্তচালিত যন্ত্রের সাহায্যে 'হীরক সূত্র' বইটি ছাপা হয়েছিলো। বইটি ছেপেছিলেন ওয়াং চি নামের এক ব্যক্তি। পৃথিবীর মুদ্রণ ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। ১৯০০ সালে চীনের কংসু শহর থেকে এই অমূল্য বইটি খুজে পাওয়া গিয়েছিলো।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
Awesome
ReplyDelete