পৃথিবীর সবচেয়ে দামি ৫টি বই।


কডেক্স লেইসেস্টার

কডেক্স লেইসেস্টার বিশ্বের সবচেয়ে দামি বই। বিখ্যাত এ বইটি ১৭১৯ সালে প্রকাশিত হয়। বইটিতে রয়েছে বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দ্য ভিঞ্চির নোটবুক এবং অসংখ্য বৈদ্যুতিক চিত্র ও ডায়াগ্রাম। ১৯৮০ সালে বিখ্যাত শিল্পপতি আরমন্ড হ্যামার এ বইটি পুনঃপ্রকাশ করেন এবং এর নাম দেন 'কডেক্স হ্যামার'। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক নিলামে বিশ্বের সেরা ধনী বিল গ্যাটস ৩,০৮,০২,৫০০ মার্কিন ডলারে বইটি কিনে নেন।



গসপেলস অব হেনরি দ্য লায়ন

হেনরি দ্য লায়ন- এর উদ্যোগে ১১৮৮ সালে তৈরি বাইবেলের প্রথম চারটি হাতে লেখা পাণ্ডুলিপির মিলিত সংকলন এ বইটি। এর মধ্যে ২৬৬ পৃষ্ঠার পুরো চারটি গ্রন্থ এবং বাকি ৫০ পৃষ্ঠায় রয়েছে পূর্ণ পৃষ্ঠার হাতে আঁকা ছবি। ১৯৮৩ সালে লন্ডনে এক নিলামে ৮১,৪০,০০০ মার্কিন ডলারে বিক্রি হয় এ বইটি। ১৯৯৪ সাল পর্যন্ত এটিই ছিলো বিশ্বের সবচেয়ে দামি বই। বর্তমানে জার্মানির উলফেন বিউটেলের 'হেরজগ আগস্ট লাইব্রেরিতে' সংরক্ষিত আছে।



দ্য বার্ডস অব আমেরিকা

প্রকৃতিবিদ ও চিত্রশিল্পী জন জ্যামস অডুবোন- এর আঁকা চিত্রশিল্পের সংকলন এ বইটি প্রথম প্রকাশিত হয় ১৮২৭ সালে লন্ডনের এডিনবার্গে। এ বইয়ের ৩৯*২৬ ইঞ্চি মাপের পৃষ্ঠাগুলোতে খোদাই কাজের হাতে রং করা ৪০০-এরও বেশি পাখির ছবি রয়েছে। বিখ্যাত  এ বইটির কপি ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক নিলামে কাতারের শেখ সাউদ আল-থানি ৮৮,০০,০০০ মার্কিন ডলারে কিনে নেন।



গুটেনবার্গ বাইবেল

১৪০৫ সালে জোহান গুটেনবার্গ ও জোহান ফাস্টের ছাপাখানায় প্রকাশিত বিশ্বের প্রথম বইগুলোর একটি হলো 'গুটেনবার্গ বাইবেল'। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি গুটেনবার্গ বাইবেল ৫৩,৯০,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়।



দ্য ক্যান্টারবারি টেলস

১৪ শতাব্দীর শেষদিকে লেখা জিওফ্রে চসারের গল্পের বই এটি। এ বইয়ের গল্পগুলোর বেশ কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। এ বইটির একটি কপি ১৯৯৮ সালে লন্ডনে ৪৬,২১,৫০০ মার্কিন ডলারে বিক্রি হয়। 


নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.