যুদ্ধে প্রথম বিমানের ব্যবহার।
যুদ্ধে বিমান ব্যবহারের ইতিহাস খুব বেশিদিনের নয়। ইতিহাস থেকে জানা যায়, ১৮১৯ সালে অস্ট্রেলিয়ানরা মানুষবিহীন একটি বোমা সংযুক্ত করে ভেনিস আক্রমণের জন্য পাঠায়। তবে যুদ্ধে সরাসরি বিমান থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে ১৯১১ সালে। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো শত্রুপক্ষের ওপর বোমা নিক্ষেপ করতে বিমান ব্যবহার করে ইতালি। তারা তুর্কিদের কাছ থেকে লিবিয়া দখলের জন্য ওই যুদ্ধে বিমান থেকে শত্রুপক্ষের ওপর বোমা ছুঁড়ে। তবে সে বোমাগুলো হাতে ছোঁড়া হয়েছিলো। এরপর ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে বোমা নিক্ষেপের জন্য বিমান ব্যবহার করা হয়। প্রথমদিকে শুধু শত্রুপক্ষের অবস্থান নির্ণয়ের জন্য বিমান ব্যবহার করলেও পরে বোমা নিক্ষেপের কাজে তা ব্যবহার করা হয়। আর ১৯১৫ সাল থেকে শুরু করে ১৯১৮ সাল পর্যন্ত ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন অন্তত ১৩টি নতুন মডেল আর শক্তির যুদ্ধ বিমান তৈরি করে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।