জাদুঘর তৈরির ইতিহাস।
পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতো ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। জাদুঘরের ইংরেজি 'মিউজিয়াম' শব্দটি এসেছে গ্রিক শব্দ 'মিউজয়ন' থেকে, যার অর্থ 'কাব্যাদির অধিষ্ঠাত্রী দেবীর মন্দির'। বাংলায় জাদুঘর কথাটির অর্থ হলো, যে গৃহে অদ্ভুত পদার্থসমূহ সংরক্ষিত আছে এবং যা দেখে মন্ত্রমুগ্ধ হতে হয়। প্রথমদিকে খ্রিস্টপূর্ব ৩ অব্দে মিশরের আলেকজান্দ্রিয়ান একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো। যে কোনো উৎসব থেকে কিছু তথ্য সংগ্রহ করে শিক্ষিত ও পণ্ডিত ব্যাক্তিদের মনে কিছু আগ্রহ জন্মানোই ছিলো এর উদ্দেশ্য। পড়ুয়া ওই পণ্ডিতরা ওখানেই থাকতেন এবং নিজেদের গবেষণা চালিয়ে যেতেন। জাদুঘরটি কিছু কিছু শিল্পকলার কাজ, প্রাচীন নিদর্শন, যেমন- প্রস্তরমূর্তি, নভোবিজ্ঞান ও শল্যাচিকিৎসার যন্ত্রপাতি, হাতির দাঁত, অস্বাভাবিক প্রাণীর চামড়া প্রভৃতির প্রদর্শন করতো। উনবিংশ শতাব্দীতে রাজ ও অভিজাত পরিবারের মধ্যে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে শিল্পকলার প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘর গড়ে তোলার প্রবণতা শুরু হয়। ওই জাদুঘরগুলো ছিলো ওইসব পরিবারের নিজস্ব সংগ্রহশালা। শুধুমাত্র পরিবারের লোকজন ও তাদের বন্ধুমহলই এসব জাদুঘর ব্যবহার করতে পারতো। উনবিংশ শতাব্দীতে প্রথম জাদুঘরের নিমিত্তে বিশেষ কায়দায় ভবন নির্মিত হয়। বর্তমানে পৃথিবীর সব বড় বড় শহরে জাদুঘর দেখতে পাওয়া জায়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
The best casino in 2021 - Dr. Maryland
ReplyDelete› casino › the-best-casino › casino › the-best-casino The Best Casino 성남 출장안마 in 2021! The 구미 출장샵 casino has some 경상북도 출장안마 of the most exciting slot machines in the industry. Play our casino games, 고양 출장샵 spin and win real 부천 출장안마 money!