পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশসমূহ।
এনপিটি-এর অধীনে ৫টি দেশসহ বিশ্বের ৮টি দেশে পারমাণবিক অস্ত্র রয়েছে। এসব দেশে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তার একটি তালিকা প্রদত্ত হলো।
এনপিটি*- অধীনস্থ ৫টি দেশ
দেশ বোমার পরিমাণ আবিষ্কারের সাল সময়কাল
যুক্তরাষ্ট্র ২,১৫০-৭,৭০০ ১৯৪৫
রাশিয়া ১,৭০০-৮,৫০০ ১৯৪৯
যুক্তরাজ্য ১৬০-২২৫ ১৯৫২
ফ্রান্স ২৯০-৩০০ ১৯৬০
চীন ২৪০ ১৯৬৪
এনপিটি*-এর অধীনস্থ নয় আমন ৩টি দেশ
দেশ বোমার পরিমাণ আবিষ্কারের সাল সময়কাল
ভারত ৮০-১০০ ১৯৭৪
পাকিস্তান ৯০-১১০ ১৯৯৮
উত্তর কোরিয়া ১০ ২০০৬
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।