ডায়াবেটিস থেকে মুক্তি পেতে যা করণীয়।


ভারতবর্ষে লক্ষ্য লক্ষ্য মানুষ 'ডায়াবেটিস মেলিটাস' রোগে ভোগেন। এই রোগে দেহে ইনসুলিনের অভাব ঘটে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। অগ্নাশয়ের 'আইলেটস অফ ল্যাঙ্গার হানস'- এর 'বিটা' কোষ থেকে ইনসুলিন হর্মোন নিঃসৃত হয়। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান, ইনসুলিন নিয়ন্ত্রণ করে। ফলে, ইনসুলিনের অভাব ঘটলে ধীরে ধীরে ব্লাড সুগার বাড়তে থাকে। নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর মূত্রের সঙ্গে ক্রমাগত রক্তের অতিরিক্ত চিনি বেরিয়ে যেতে থাকে। ফলে বারবার প্রসাব হয়, দেহ ক্রমশ দুর্বল হয়ে পড়ে।

স্ত্রী-পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে। সাধারণত দু'ধরনের মানুষের মধ্যে এই রোগের প্রবণতা বেশি থাকে, ১. যাদের বংশে এই রোগ আছে এবং ২. মধ্য বয়স্ক, মেদ প্রধান এবং হাইপারটেনশনে  যারা ভুগছেন। এছাড়াও অবশ্য নানা কারণে ডায়াবেটিস হতে পারে।

লক্ষণ 

রোগের শুরুতে বারবার এবং বেশি করে প্রসাব হয়, প্রসাবের সময় মুত্রদ্বার জালা করতে পারে। পানি পিপাসা বেড়ে যায়। দেহের বিভিন্ন স্থানে চুলকানি হয়। মেয়েদের লিউকোরিয়া হয়। চামড়া শুষ্ক ও খসখসে হয়ে যায়, দেহে কোনো ক্ষত হলে তা সহজে সারে না। প্রচুর খাওয়া সত্ত্বেও ওজন কমে যায়। রোগী খিটখিটে স্বভাবের হয়ে যায় , সামান্য কারণে উত্তেজিত হয়ে পড়ে, দৃষ্টিশক্তি হঠাৎ কমতে শুরু করে। ব্লাড প্রেসার শুরু যায়, অনেকের চুল পড়ে যায়। সময়মত ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারলে, রোগীর মৃত্যু হয়।
নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.