গাছ কি চিন্তা করতে পারে?
সম্প্রতি পোল্যান্ডের ওয়ারশ ইউনিভার্সিটি আব লাইফ সায়েন্সের অধ্যাপক স্তানিস্লাভ কারপিনস্কির গবেষণায় দেখা গেছে, গাছ চিন্তা করতে পারে এবং তাদের স্মরণশক্তি আছে। শুধু তাই নয়, বিশেষ কোনো ঘটনা অনুযায়ী গাছ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। গাছের শুধু একটি পাতার ওপর আলো ফেললে পুরো গাছটিই এতে সারা দেয়। পাতা ছাড়া গাছের নিচের অংশে একই রকম প্রতিক্রিয়া তৈরি হতে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, পাতা কিংবা গাছের নিচের অংশে আলো ফেলা বন্ধ করে দিলেও এই একই ধরনের প্রক্রিয়া চলতে থাকে। গবেষকদের মতে, গাছের া সাড়া জাগানোর ব্যাপারটা পাতার মধ্যে আলোকতাড়িত রাসায়নিক বিক্রিয়ায় রূপ নেয়, যা অন্ধকারেও চলতে থাকে। আর এতে সহজেই প্রমাণিত হয় যে, আলোর সময় ধারণ করা তথ্য গাছ পরবর্তী সময়েও মনে করতে পারে। গাছের ওপর লাল, নীল ও সাদা আলো ফেলে দেখা গেছে, একেক রঙের আলোর বিপরীতে এরা ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখায়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।