আফ্রিকা মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও জলবায়ু।
এশিয়ার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা, যা উত্তরে বিশাল সাহারা মরুভূমি এবং পূর্বে গ্রেট রিফট উপত্যকা দ্বারা বেষ্টিত। লোহিত সাগর এশিয়া থেকে এবং ভুমধ্যসাগর ইউরোপ থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে। এ বিশাল মহাদেশটি বিশ্বের ভূপৃষ্ঠের ৬ শতাংশ এবং স্থল ভাগের ২০.৪ শতাংশ যায়গা জুড়ে অবস্থিত। আফ্রিকার মোট জনসংখ্যা প্রায় ১০১ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ। আফ্রিকা একটি বিচিত্র মহাদেশ। বিষুবরেখা বরাবর বিস্তৃত বৃষ্টিপ্রবণ সবুজ অরন্য, বিস্তীর্ণ তৃণভূমি আর ধূসর মরুভূমি আফ্রিকাকে হিংস্র আর অদ্ভুত সব প্রাণীর চারণভূমি হিসেবে পরিণত করেছে। পূর্বে আফ্রিকাকে 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হতো। এছাড়া আফ্রিকার বিস্তীর্ণ বনভূমিতে বিচিত্র সব প্রাণীর বসবাস থাকায় এটিকে 'বৃহদাকার চিড়িয়াখানা'ও বলা হয়।
ভৌগোলিক বৈশিষ্ট্য
আফ্রিকার অধিকাংশ অঞ্চলই সুউচ্চ মালভূমি, যা মরুভূমি, সবুজ বনাঞ্চল এবং বিস্তীর্ণ তৃণভূমি দ্বারা আচ্ছাদিত। এর মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদী শুকনো অঞ্চলে পানি সরবরাহ ও যোগাযোগ রক্ষা করে। বিষুবীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও আফ্রিকার সুউচ্চ পর্বতশৃঙ্গগুলো সারা বছরই বরফাচ্ছাদিত থাকে। এখানে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে।
জলবায়ু
আফ্রিকা পৃথিবীর উষ্ণতম মহাদেশ। এ মহাদেশের স্থলভূমির ৬০ শতাংশই শুষ্ক এবং মরুভূমি। এ মহাদেশে অবস্থিত লিবিয়ায় ১৯২২ সালে ৫৮ সেলসিয়াস ( ১৩৬ ফারেনহাইট ) তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। ৬০ শতাংশ স্থলভূমি শুষ্ক ও মরুভূমি হওয়ায় এখনে বৃষ্টিপাত খুবই কম।
সাহারা
উত্তর-পশ্চিম আফ্রিকার অধিকাংশ অঞ্চল জুড়ে রয়েছে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। সাহারা মরুভূমির আয়তন ৯০,৬৫,০০০ বর্গ কিলোমিটার। কিন্তু অতিরিক্ত গোচারণের কারণে এর আয়তন ক্রমশই বাড়ছে। কিছু পরিবেশ উপযোগী জীব ও গাছপালা ছাড়া অন্য কিছু এখানে বেঁচে থাকতে পারে না।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।