যেভাবে মহাদেশগুলোর নামকরণ করা হয়েছে।
আমদের এ বিশাল পৃথিবীতে রয়েছে অনেকগুলো আঞ্চলিক বিভেদ। আর এ বিভেদগুলোর মধ্যে মহাদেশ সবচেয়ে বড়। আঞ্চলিক বিভেদ হিসেবে সমগ্র পৃথিবীকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া (ওশেনিয়া) এবং অ্যান্টার্কটিকা। মহাদেশগুলোর এমন নামকরণ কিভাবে হলো তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। তাহলে জেনে নেয়া যাক কিভাবে মহাদেশগুলোর নাম এমন হলো।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার নামকরণ করা হয়েছে 'আসেরিয়ান' বা 'আসু' শব্দ থেকে। রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশের নাম ছিল আসিরিয়ান, আর সেই নাম থেকেই এ মহাদেশের নামকরণ করা হয়েছে 'এশিয়া'। আফ্রিকা মহাদেশের নামকরণ করা হয়েছে সেখানকার বর্বর এক জাতির নামানুসারে। প্রথম দিকে আফ্রিকা নামে একটি প্রদেশের নামকরণ করা হয়। পরে এই নাম গোটা মহাদেশে ছড়িয়ে পড়ে, ফলে এ মহাদেশ আফ্রিকা নামে পরিচিতি পায়। ইউরোপ মহাদেশের নামকরণ কিভাবে হয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য এখনো জানা যায়নি। ধারণা করা হয়, ইউরোপে প্রচুর মালভূমি আছে আর এই মালভূমিকে নির্দিষ্ট করতে এ মহাদেশের নামকরণ করা হয়েছে ইউরোপ। আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছে বিখ্যাত পর্যাটক আমেরিগো ভেসপুচির নামানুসারে। বিখ্যাত এ পর্যাটকের নাম থেকে আমেরিকা মহাদেশের নামকরণ করার পর আমেরিকাকে উত্তর ও দক্ষিণ- এ দু'ভাগে ভাগ করা হয়। ফলে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা নামে দুটি মহাদেশের জন্ম হয়। অস্ট্রেলিয়া মহাদেশের নামকরণ করা হয়েছে ল্যাটিন শব্দ 'অস্ট্রেলিস' থকে। অস্ট্রেলিস শব্দের অর্থ পূর্বাঞ্চলীয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ পূর্বাঞ্চলের কয়েকটি দ্বীপ নিয়ে এই মহাদেশ গঠিত বলে একে অস্ট্রেলিয়া বলা হয়। দ্বীপ- বেষ্টিত অস্ট্রেলিয়া মহাদেশকে আবার অস্ট্রেলেশিয়া বা ওশেনিয়াও বলা হয়। অস্ট্রেলিয়াকে ওশেনিয়া নামটি দিয়েছিলেন বিখ্যাত ভূগোলবিদ কনরাড মাল্ট-ব্রূন। অ্যান্টার্কটিকা মহাদেশেটি 'গ্রেট বেয়ার' নক্ষত্রপুঞ্জের নিচে আবস্থিত বলে এই মহাদেশটির এমন নামকরণ করা হয়েছে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।