
অস্ট্রেলিয়া একটি বিশাল দ্বীপরাষ্ট্র। ভারত ও প্রশান্ত মহাসাগরে ঘেরা এ বিশাল দেশটি এশিয়া থেকে আরাফুরা সাগর এবং তিমুর সাগর দ্বারা পৃথক হয়েছে। আয়তনের দিক থেকে অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। নিজস্ব আঁকার এবং অন্তকরনের কারণে এটিকে 'দ্বীপ মহাদেশ' ও ভাবা হয় এবং কখনো কখনো এটিকে পৃথিবীর বৃহত্তম দীপও ভাবা হয়। ১৭৭০ সালে ব্রিটিশ অভিযাত্রী জ্যামস কুক অস্ট্রেলিয়ায় আসেন এবং সেখানে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ১৭৮৮ সালে ব্রিটিশরা এখানে নিউ সাউথ ওয়েলস উপনিবেশ প্রতিষ্ঠা করে। ব্রিটেনের দণ্ডপ্রাপ্ত আসামীদের সে সময় অস্ট্রেলিয়ায় নির্বাসন দেয়া হত। ১৯০১ সালে অস্ট্রেলিয়া ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। অস্ট্রেলিয়ার মধ্যভাগের অধিকাংশ এলাকাই শুষ্ক মরুভূমি। এর উত্তর ও পূর্ব অঞ্চলে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিপ্রবণ বনাঞ্চল এবং দক্ষিণ- পশ্চিমে ও পূর্বে রয়েছে পর্বতমালা। অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ এবং পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ। অস্ট্রেলিয়া কৃষিজ পণ্য উৎপাদন ও রপ্তানিতে একটি অগ্রসর রাষ্ট্র। অস্ট্রেলিয়ায় প্রচুর স্বর্ণ ও লোহার খনি রয়েছে। এছাড়া অ্যালুমিনিয়াম, কয়লা, সিসা, দস্তা, প্রভৃতি উৎপাদন ও রপ্তানিতে অস্ট্রেলিয়া একটি অগ্রণী দেশ।
কিছু তথ্য
১.অস্ট্রেলিয়ার বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেধ।
২.এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৪ জন রাজা এবং ২ জন রানী ছিলেন।
৩.১৮৫১ সালে অস্ট্রেলিয়ায় স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়।
৪.ফিজির রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটেনের রানী।
৫.১৯৯৯ সালে ভারতীয় বংশোদ্ভূত মহেন্দ্র চৌধুরী ফিজির প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
৬.মার্শাল দ্বীপপুঞ্জ ১৮৭৪ সালে স্প্যানিশ ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিলো।
৭.স্পানীওরা ১৮৮৪ সালে মার্শাল দ্বীপপুঞ্জ জার্মানদের কাছে বিক্রি করে দেয়।

নাইমুল ইসলাম
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
তথ্যটি অনেক সুন্দর হয়েছে ।
ReplyDeleteJust Awesome Post....
ReplyDeleteThis website design is outstanding !!!
ReplyDeleteVery Very wonderful design in this website and the content is very valuable.
Australia is my homeland. Thanks for this post.
ReplyDelete