জেনে নিন হার্ট অ্যাটাকের লক্ষণ ও পরামর্শ।
লক্ষণ
১. বুকের বাঁ দিকে ব্যথা।
২. গলার দু'পাশে চেপে ধরার অনুভুতি।
৩. চোয়ালে ব্যথা।
৪. বুকের ঠিক নিচে পেটের মাঝখানে ব্যথা।
৫. পিঠ ও দুই কাঁধের হাড়ের মধ্যে ব্যথা।
৬. বাহু ও হাতে ব্যথা। এই ব্যথা দুই হাতে বাঁ এক হাতেও হতে পারে।
পরামর্শ
তবে এই লক্ষণ মানেই হার্ট অ্যাটাকের লক্ষণ নয়। যদি এই সব লক্ষনের সঙ্গে ঘাম দিতে থাকে তবে তা হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। বাড়িতে এই সব লক্ষণ কারও দেখা দিলে প্রথমেই রোগীকে শুইয়ে দেবেন। গরম কাল হলে দরজা জানলা খুলে দিন। তবে শীতকাল হলে দরজা জানলা না খুলে আস্তে করে ফ্যান চালিয়ে দিন। কোনও তরল পানীয় খাওয়ানোর চেষ্টা করবেন না। ঘরে সরবিট্রেট ট্যাবলেট থাকলে জিভের তলায় দিতে পারেন। তবে এ ধরনের রোগীকে বেশিক্ষণ ঘরে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।