আমেরিকা আবিষ্কার ও ইতিহাস।


আমেরিকার আবিষ্কার 

ইতালির নাবিক ক্রিস্টেফার কলম্বাস ১৪৯২ সালের ৩ আগস্ট স্প্যানের পালোস ডেলা ফ্রন্টেরা থেকে ৩টি জাহাজ নিয়ে যাত্রা করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পশ্চিম ভারতীয় দ্বীপ ক্যানারিতে পৌঁছেন। তিনি তখন এ অঞ্চলকে ভারতের কোনো একটি অংশ কলে মনে করেছিলেন।  তাই তিনি এখানকার অধিবাসীদের ইন্ডিয়ান বলে অভিহিত করেন। কলম্বাসের আবিষ্কারের আগ পর্যন্ত এ মহাদেশটি ইউরোপীয়দের কাছে অজানা ছিলো। অতঃপর ইতালির আরেক আভিযাত্রী আমেরিগো ভেসপুসি ১৪৯৭-৯৮ সালে আমেরিকায় আসেন এবং তিনি এটিকে নতুন একটি মহাদেশ হিসেবে চিহিত করেন। তাঁর নামানুসারেই মহাদেশটির নামকরণ করা হয় আমেরিকা।

ইতিহাস

হাজার বছর ধরে উত্তর আমেরিকার জনগণ সমতলভূমি এবং নদী-উপত্যকায় সভ্যতা গড়ে তুলেছে। এদের কিছু অংশ জটিল স্থাপত্যবিদ্যা ও কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধন করেছে। বাকিরা খাদ্য ও আশ্রয়ের আশায় ঘুড়ে বেড়িয়েছে। যদিও মাত্র ৩৫০ বছর পূর্বে ইউরোপীয় বণিকরা উত্তর আমেরিকার উপকূল থেকে উপকূলে বসতি স্থাপন করে প্রাচীন আমেরিকানদের কোণঠাসা করে ফেলেছিলো এবং কানাডা ও যুক্তরাজ্য নামের দুটি বৃহত্তম স্বাধীন রাষ্ট্রের সূচনা হয়।

প্রাচীন সভ্যতা 

উত্তর আমেরিকায় খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩০০ অব্দের মধ্যে ওলমেক, মায়া, টকটেক, অ্যাজটেক, ইত্যাদি সভ্যতা গড়ে উঠেছিলো। এ সভ্যতাগুলোর নির্দেশস্বরূপ তাদের নিজস্ব লিখন পদ্ধতি, ক্যালেন্ডার, পিরামিড ইত্যাদি পাওয়া যায়। এ সভ্যতা- গুলোর মধ্যে বৃহৎ সভ্যতা ছিলো অ্যাজটেক।, যা গড়ে উঠেছিলো মেক্সিকোতে এবং মায়া সভ্যতা পড়ে উঠেছিলো মধ্য আমেরিকায়। স্প্যানিশরা আমেরিকা দখলের পূর্ব পর্যন্ত মায়া সভ্যতা টিকে ছিলো। এছাড়া ইউরোপীয়দের আগমনে অন্যান্য সভ্যতাগুলোও ধ্বংস হয়ে যায়।

ভাষা 

উত্তর আমেরিকার অধিকাংশ মানুষ এসেছে ইউরোপ থেকে। আর সে কারণেই এদের অধিকাংশের ভাষা ইংরেজি। তবে কিছু কিছু অঞ্চল দীর্ঘদিন স্প্যান ও ফ্রান্সের উপনিবেশ থাকায় মহাদেশটিতে স্প্যানিশ ও ফরাসি ভাষারও ব্যপক প্রচলন হয়েছে। উত্তর আমেরিকায় ইউরোপীয়রা উপনিবেশ স্থাপন করার আগে এখানে যারা বসবাস করতো তাদের আদিবাসী আমেরিকান ও এস্কিমো বলা হয়। এদের ভাসায় বেশ বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়।

ধর্ম 

উত্তর আমেরিকা মহাদেশের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এখানে রোমান ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট উভয় ধরনের খ্রিস্টানরাই বসবাস করে। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় ইহুদি ও অর্থোডক্স খ্রিস্টান ধর্মের কিছু লোক রয়েছে। এ মহাদেশে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা একেবারেই নগণ্য।
নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

1 comment:

  1. তাহলে এটাই আমেরিকা আবিষ্কারের ইতিহাস !!!!

    ReplyDelete

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.