আমরা কিভাবে দেখি?
আমাদের দুটি চোখ আছে। এই চোখ দিয়ে আমরা সবকিছু দেখতে পাই। কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে দেখি? আমরা যে বস্তুর দিকে তাকাই, আলোকিত সেই বস্তু থেকে আলোক রশ্মি চোখের মনি বা তারার ভেতর দিয়ে লেন্সের মাধ্যমে রেটিনায় গিয়ে পড়ে। আপতিত রশ্মি প্রসারিত হয়ে রেতিনায় প্রতিফলিত হয়। ফলে রেটিনার উপর বস্তুতির ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়। আলোক উদ্দীপনা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হলে আমরা বস্তুকে স্বাভাবিকভাবে দেখতে পাই। মাংসপেশির সাহায্যে লেন্সের বক্রতা পরিবর্তন করে ফোকাস দূরত্ব কম বেশি করা যায়। ফলে দূরের বা কাছের সব বস্তুই আমরা দেখতে পাই। একে চোখের উপযোজন বলা হয়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।