প্রজাপতি সম্পর্কে অজানা কিছু তথ্য।
প্রজাপতি বাহারি রঙের একটি সুন্দর পতঙ্গ। প্রজাপতি কিত-পতঙ্গের একটি বড় দলের অংশ, যেটিকে বলা হয় লেপিডপটেরা (Lepidoptera), যার অর্থ আঁশযুক্ত ডানা। কারণ এদের ডানায় ক্ষুদ্র ধুলার ন্যায় আশ আছে। প্রজাপতি মূলত দিনের বেলাতে উরে বেড়ায়। শরীরের তাপমাত্রা ৩০° সেলসিয়াস না হলে ডানা মেলে উড়তে পারে না প্রজাপতি। এদের রয়েছে বড় উজ্জ্বল ডানা। পৃথিবীতে প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ প্রজাতির প্রজাপরি আছে। প্রজাতিভেদে এদের ডানার বিস্তার ০.৬ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীতে এমন অনেক প্রজাপতি আছে, যারা ঘণ্টায় ২৪ মাইল বেগে উরে যেতে পারে। অনেক প্রজাপতি বহুদূর পর্যন্ত মাইগ্রেট করে। বিশেষ করে মোনার্ক প্রজাপতি ৪,০০০ থেকে৪,৮০০ কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিয়ে থাকে। অধিকাংশ মানুষের বিশ্বাস প্রজাপতির আয়ুষ্কাল খুবই কম। তবে প্রজাপতি এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত বাঁচে। এটি নির্ভর করে প্রজাতির ওপর। অনেক প্রজাতির প্রজাপতি দীর্ঘসময় পর্যন্ত লার্ভা বা শূককীট অবস্থায় বেঁচে থাকে। প্রজাপতি নিজেদের সুরক্ষিত রাখে বিভিন্ন উপায়ে। প্রজাপতি এদের পা দিয়ে খাদ্যের স্বাদ গ্রহণ করে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
I liked this post very much
ReplyDelete