সমুদ্রের বিচিত্রময় প্রাণী অক্টোপাস !


অক্টোপাস সমুদ্রে বাস করা এক রকম অমেরুদণ্ডী প্রাণী। অক্টোপাস শব্দের অর্থ 'আটটি পা'। অক্টোপাসের ৮টি বাহু আছে এবং এদের প্রতিটি বাহুতে ২৮০টি করে চোষক আছে। এদের দেহটি একটি থলির মতো। দেখতে বিভৎস হলেও অক্টোপাস ভীতু ও ঠাণ্ডা মেজাজের প্রাণী। অক্টোপাসের ৩০০টি প্রজাতি রয়েছে। বৃহদাকার অক্টোপাসের বাহুর বিস্তার হয় প্রায় ১৪ ফুট এবং ওজন হয় প্রায় ১৫ কেজি। তবে ৩০ ফুট বাহুর বিস্তার এবং ২৭২ কেজি ওজনের অক্টোপাসের রেকর্ডও রয়েছে। অক্টোপাসের পুরো দেহটি শুধু মাংসপেশী দিয়ে গঠিত। এ কারণে অক্টোপাস তার শরীরকে ইচ্ছেমতো সংকুচিত ো সম্প্রসারিত করতে পারে। অক্টোপাসের দুটি চোখ আছে। এদের দৃষ্টিশক্তি খুবই প্রখর। একারণে এরা গভীর পানিতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। এদের স্পর্শানুভুতিও খুব সক্রিয়। তবে অক্টোপাসের শ্রবনশক্তি নেই। অক্টোপাসের ৩টি হৃৎপিণ্ড আছে। এর মধ্যে দুটি মস্তিষ্কে রক্ত চালনা করে। অপরটি দেহের বাকি অংশে রক্ত চালনার কাজ করে। লোহিত রক্তকণিকার পরিবর্তে এদের রক্তে হিমোসায়ানিন থাকে বলে এদের রক্তের রং নীল হয়। অক্টোপাস খুবই বুদ্ধিমান প্রাণী। এরা নিশাচর। সমূদের নিচে বিভিন্ন গুহা বা পাহাড়ের খাঁজ অক্টোপাসের প্রধান আবাসস্থল। স্ত্রী অক্টোপাস সমুদ্রের গভীরে ২ লাখেরও বেশি ডিম পাড়ে। ডিম ফেটে বাচ্চা বের হওয়ার পর বাচ্চারা তীরে চলে আসে এবং জলজ উদ্ভিদের সাহায্যে ভেসে থাকে। এক মাস পর তারা আবার সাগরের তোলে চলে যায়। সামুদ্রিক বহু প্রাণীর প্রিয় খাদ্য হলো অক্টোপাস। শুধু সামুদ্রিক প্রাণীদেরই নয় পৃথিবীর বিভিন্ন দেশের বহু মানুষেরও প্রিয় খাবার হলো এই অক্টোপাস। প্রজাতিভেদে অক্টোপাস ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত বাছে।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.