পৃথিবীর তিনটি বিলুপ্ত প্রাণী!


পৃথিবী থেকে এ পর্যন্ত বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তার কয়েকটির বিবরণ এখানে প্রদান করা

ম্যামথ(Mammoth): পৃথিবীতে এক সময় ম্যামথ নামের এক ধরনের হাতি বাস করতো, যাদের কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল ১৬ ফুট। সাধারণত এদের ওজন ছিল ৬ থেকে ৮ টন, তবে কিছু ম্যামথের ওজন ১২ টন পর্যন্তও হতো। জলবায়ু পরিবর্তন এবং অবাধে শিকার করার ফলে এ প্রাণীটি খ্রিষ্টের জন্মের ১০,০০০ বছর আগে ইউরোপ থেকে বিলুপ্ত হয়ে যায়। তবে সাইবেরিয়ার রেঙ্গেল দ্বিপে খ্রিস্টপূর্ব ১,৬০০ অব্দ পর্যন্ত ম্যামথ বেঁচে ছিল। ২০০৫ সালে ইলিনইসের লিনকনের দক্ষিণে ১১ ফুট লম্বা ম্যামথের দাঁত আবিষ্কার হয়েছে। পশমি ম্যামথের পশমগুলো ৩ ফুট লম্বা ছিল।



কুয়াগা (Quagga):  কুয়াগা এক ধরনের জেবরা। এরা এক সময় এ পৃথিবীতে বাস করতো। এদের মাথা ও ঘাড়ে ডোরাকাটা দাগ ছিল, কিন্তু পিঠ এবং পাশে কোনো ডোরা কাটা দাগ ছিল না। এরা দক্ষিণ আফ্রিকার কেইপ প্রদেশে থাকতো। নির্বিচারে শিকারের কারণে ১৮৪০ সালে এ প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়। তবে ‘জুঅলজিক্যার সোসাইটি অব লন্ডন জু’তে ১৮৭০ সাল পর্যন্ত একটি কুয়াগা বেঁচে ছিল। পৃথিবীর বুকে এটাই ছিল সর্বশেষ কুয়াগা।



খড়গ-দন্ত বিড়াল (Saber-toothed cat): এক সময় দক্ষিণ আফ্রিকায় বাস করতো খড়গ-দন্ত বিড়াল, যাদের কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। এদের ছিল তলোয়ারের মতো বাঁকানো বিশাল দুটি দাঁত। এক একটি দাঁত ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা ছিল। আজ থেকে ১০,০০০ বছর পূর্বে এ প্রাণীটি পৃথিবীর বুক থেকে লুপ্ত হয়ে গেছে।



নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.