জেলিফিশের গঠন ও জীবিকা।
অদ্ভুত রকমের একটি সামুদ্রিক প্রাণী হলো জেলিফিশ। পৃথিবীর সব সাগরের ওপরিস্তর থেকে গভীর সমুদ্র পর্যন্ত এদের দেখা যায়। ছাতার মতো দেখতে জেলিফিশের দেহের প্রায় ৯৫ ভাগই পানি। এজন্য এদের দেহটি থলথলে জেলির মতো মনে হয়। জেলিফিশ চলাচল করার সময় এদের দেহ একবার খোলে আর একবার বন্ধ হয়। এ কারণে এদের সাগর নর্তকীও বলা হয়। জেলিফিশের শুঁড় আছে। কোনো কোনো জেলিফিশের শুঁড় ১৫০ ফুট পর্যন্ত লম্বা হয়। বিশালাকৃতির জেলিফিশের ওজন হতে পারে ২২০ কেজি পর্যন্ত। দৈত্যাকার কোনো জেলিফিশকে মারতে গেলে মরার আগে এরা হাজার হাজার ডিম পারতে শুরু করে। তাই একটাকে মারলে হাজার হাজার জেলিফিশের জন্ম হয়ে যায়। জেলিফিশের বাচ্চা দেখতে ক্ষুদ্রাকৃতির উদ্ভিতের মতো। কোনো কোনো জেলিফিশের পরিধি ১ মিলিমিটার। আবার কোনোটির ১,৮০০ মিলিমিটার। জেলিফিশরা সাধারণত মাংসাশী প্রাণী। এদের প্রধান খাদ্য চিংড়ি জাতীয় খাদ্য, লার্ভা ও ছোট মাছ।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।