যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস পাবেন ?
ভূমিকম্প রোধ করার কোনো উপায় নেই। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সম্ভব হলেও ভূমিকম্প সম্পর্কে সঠিক ও নির্ভুল পূর্বাভাস দেওয়ার উপায় এখনও আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা বহুদিন ধরেই ভূমিকম্পের পূর্বাভাস জানার চেষ্টা করে আসছেন। এ জন্য চিলিতে বসানো হয়েছে আন্তর্জাতিক গবেষণাগার, যার নাম ‘ইন্টিগ্রেটেড প্লেট বাউন্ডারি অবজার্ভেটরি চিলি’ বা সংক্ষেপে ‘আইপক’। এ গবেষণা কেন্দ্রের ২০টি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ স্টেশনের ১৫টিই বসিয়েছে জার্মানি। বাকিগুলো বসিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। আর এই ১৫টি পর্যবেক্ষণ কেন্দ্রে ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছেন জার্মান বিজ্ঞানী গুন্টার আশ এবং তাঁর দল। চিলির আটাকামা মরুভূমিতে মাটির নিচে বসানো হয়েছে একের পর এক সেন্সর। ৩০টি স্থানে এসব সেন্সর বসিয়ে আশেপাশের কম্পন রেকর্ড করা হচ্ছে। সেন্সর থেকে পাওয়া তথ্য বার্লিনের ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র ‘জিএফজেড’-এ পাঠানো হচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন, অদূর ভবিষ্যতে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের পূর্বাভাসও দেওয়া সম্ভব হবে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।