উড়ন্ত খেঁকশিয়াল!
বাদুড়ের বৃহত্তম প্রজাতিটি হলো ‘ফ্লাইং ফক্স’ বা উড়ন্ত খেঁকশিয়াল। এরা ১৩.২৩ থেকে ১৩.৫০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন হয় ১.৫ কেজি। এদের ডানার বিস্তার প্রায় ৬ ফুট। এরা ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কিছু দ্বীপে বাস করে। এদের মুখটি লম্বাকৃতির। আর মুখে কতকগুলো তীক্ষ্ণ দাঁত আছে। এই তীক্ষ্ণ দাঁত তিয়ে এরা শক্ত জিনিস সহজেই ভেঞ্জে ফেলতে পারে। পৃথিবীতে প্রায় ৬০ প্রজাতির ফ্লাইং ফক্স আছে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।