পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড !



পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড।  উত্তর ও দক্ষিণ আমেরিকা ছাড়া আর কোথাও এদের দেখা যায় না। উত্তরে আলাস্কা থেকে দক্ষিণে আর্জেন্টিনা পর্যন্ত ৩০০-এর বেশি প্রজাতির হামিংবার্ড আছে। এদের দেহের দৈর্ঘ্য ২ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত হয়। এরা ঘণ্টায় ৫৮ কিলোমিটার বেগে উরতে পারে। হামিংবার্ড সেকেন্ডে ১২ থেকে ৯০ বার পর্যন্ত দানা ঝাপটাতে পারে। অবশ্য তা নির্ভর করে প্রজাতির ওপর। এরা যখন দ্রুত দানা ঝাপটায় তখন তা খালি চোখে দেখা যায় না। হামিংবার্ডের প্রধান খাদ্য ফুলের মিষ্টি রস। তবে মাঝে মধ্যে এরা ছোট কীট-পতঙ্গও খেয়ে থাকে। এদের খাবার হজম করার ক্ষমতা অবিশ্বাস্য রকম। সারা দিন এরা নিজ দেহের ওজনের সমান খাবার খায়। বিপদ দেখলে হামিংবার্ড এক রকম তীক্ষ্ণ আওয়াজ করে শত্রুদের ভয় পাইয়ে দেয়। হামিংবার্ড সাধারণত ৩ থেকে ৫ বছর পর্যন্ত বাঁচে।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.