ইউরেনাস গ্রহ সম্পর্কে অজানা কিছু তথ্য !
সূর্য থেকে দূরত্বের দিক থেকে উরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ। এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম এবং চতুর্থ ভরতম গ্রহ। ইউরেনাস বায়ুমণ্ডল বৃহস্পতি ও শনি গ্রহের মতোই হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের তৈরি। তবে সেখানে প্রচুর বরফ রয়েছে, যা পানি, অ্যামোনিয়া এবং মিথেন দ্বারা গঠিত। এ কারণে জ্যতির্বিজ্ঞানীরা কখনো কখনো এটিকে আলাদা একটি শ্রেনীতে স্থান দিয়ে থাকেন, যেটিকে বলা হয় ‘আইস জায়ান্ট’ অর্থাৎ ‘বরফ দানব’। ইউরেনাসের অভ্যন্তরে কেন্দ্রে রয়েছে সিলিকেট, লোহা ও নিকেল-মিশ্রিত পিণ্ড। এর ব্যাপ্তী ২২,০০০ হাজার কিলোমিটার। এরপর ১০,০০০ কিলোমিটার জুড়ে রয়েছে বরফের আবরণ। তারপর রয়েছে ৫,০০০ কিলোমিটার জুড়ে হাইড্রোজেন, হিলিয়াম ও মিথেন গ্যাসের বলয়। ইউরেনাস একটি মেরুতে একটানা ৪২ বছর সূর্যের আলো থাকে এবং অপর মেরু ৪২ বছর অন্ধকারে নিমজ্জিত থাকে। ইউরেনাসে সূর্যের আলোর তীব্রতা ৪০০ ভাগের ১ ভাগ পরিমাণ। এর উপরিতলের গড় তাপমাত্রা _১৯৭.১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতলতম অবস্থায় তাপমাত্রার পরিমাণ দাঁড়ায় _২২৪.২ ডিগ্রি সেলসিয়াস। ইউরেনাসে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০০ কিলোমিটার (৪৬০ মাইল) পর্যন্ত হতে পারে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।