প্রথম নারী নভোচারী কে ?
পৃথিবীর প্রথম নারী নভোচারী ছিলেন রাশিয়ান (সাবেক সোভিয়েত ইউনিয়নের)ভালেস্তিনা তেরেশকোভা। নারীদের মধ্যে তিনিই প্রথম মহাশূন্যে পরিভ্রমণ করেন। তিনি ১৯৬৩ সালের ১৬ জুন ভস্টক ৬ মহাকাশযানে চড়ে ২ দিন ২৩ ঘণ্টা ১২ মিনিট মহাকাশে অবস্থান করেন। ৪০০-এরও বেশি আবেদনকারী নারীদের ৫ জন নারীকে মহাকাশ অভিযানে চূড়ান্ত করা হয়েছিলো। তাঁর মধ্যে তিনিই অন্যতম। তিনি মোট ৪৮ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। ভালেস্তিনা তেরেশকোভা ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি সোভিয়েত নারী সমিতির পরিচালক নিযুক্ত হন। তেরেশকোভা সোভিয়েত ইউনিয়নের বীর এবং দুইবার ‘অর্ডার অব লেনিন’ পুরস্কার ভূষিত হন।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।