মহাকাশে প্রথম নভোচারী কে ?

মহাকাশে ভ্রমণকারী প্রথম নভোচারী হলেন রাশিয়ান (সাবেক সোভিয়েত ইউনিয়নের) ইউরি গ্যাগারিন (Yuri Alekseyevich Gagarin )। ইউরি গ্যাগারিন ছিলেন একজন সোভিয়েত বৈমানিক এবং মহাকাশচারী। তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল ‘ভস্টক ১’ নভোযানে করে মহাকাশ অভিযানে যাত্রা করেন এবং প্রথম মানুষ হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করেন। তিনি মহাকাশে ১ ঘণ্টা ৪৮ মিনিট এবং পৃথিবীর কক্ষপথে ১ ঘণ্টা ২৯ মিনিট অবস্থান করেন। মহাকাশ অভিযানের ফলে তিনি সোভিয়েত ইউনিয়নের নায়কে পরিণত হন। ‘ভস্টক ১’ তাঁর একমাত্র মহাকাশ যাত্রা হলেও, তিনি ‘সোউজ ১’ মিশনের ব্যাকআপ হিসেবে সহায়ক ভূমিকা পালন করেন (যা একটি ধ্বংসাত্নক বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়েছিলো)। ইউরি গ্যাগারিন ১৯৬৮ সালের ২৭ মার্চ একটি MiG-15UTI প্রশিক্ষণ বিমান চালানোর সময় দুর্ঘটনার নিহত হন।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।