ফুটবল ক্লাবগুলো এত বিপুল পরিমাণ অর্থ পায় কোথায়?
মেসি নেইমার রোনালদো কিলিয়ান এমবাম্পে সহ নামী দামী ফুটবলাররা মাঠে ফুটবলের সৌন্দর্য ছড়ান।আর সারাদিনের সব কষ্ট ভুলে ফুটবলপ্রেমীরা সেই খেলা উপভোগ করেন।এসব তারকাদের দলে রাখতে ক্লাবগুলোর বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়।খেলোয়াড়দের বেতন, বোনাস ও ট্রান্সফার ফি সহ আছে নানা রকম খরচ।যেমন নেইমারের ট্রান্সফার ফি ছিলো ২৬২ মিলিয়ন ডলার।মেসির সাপ্তাহিক আয় প্রায় ৭ লাখ ডলার।কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপুল পরিমাণ অর্থ ক্লাবগুলো পায় কথা থেকে?আর তাদের আয়ের উৎসই বা কি?
সাধারণত ফুটবল ক্লাবগুলোর আয়ের উৎস পাঁচটি।এই ৫ উৎস থেকেই ক্লাবগুলো এই বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে।এই উৎসগুলো হোল-
১.সম্প্রচারসত্ত
২.স্পন্সরশিপ
৩.ম্যাচের টিকিট বিক্রি
৪.নন স্পোর্টিং আয়
৫.খেলোয়াড় বিক্রি
ইউরোপিয়ান ক্লাব গুলোর আয়ের ৫০ ভাগ আসে সম্প্রচারসত্ত থেকে।ইংলিশ ক্লাবগুলোর ঘরোয়া টেলিভিশন গুলোর সাথে সম্প্রচার চুক্তি বর্তমানে ৫.১৪ বিলিয়ন পাউন্ড।ক্লাব গুলোর আয়ের ২০-২৫ শতাংশ আসে স্পন্সরশিপ থেকে।১৫ ভাগ আসে টিকিট বিক্রি থেকে।অন্যান্য বাণিজ্য ও স্টেডিয়াম ভাড়া দেয়া থেকে আয় আসে ৫-১০ শতাংশ।খেলোয়াড় বিক্রি থেকে সাধারণত ছোট ক্লাব গুলো আয় করে।তারা প্রতিভাবান খেলোয়াড়দের বড় ক্লাবগুলোর কাছে বিক্রি করে।আর এভাবেই এই বিপুল পরিমাণ ব্যায়ের জন্য ক্লাবগুলো আয় করে থাকে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।