পিল গ্রহণের পূর্বে প্রতিটি মহিলার যা অবশ্যই জানা উচিৎ!
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই রয়েছে এবং উভয়ের ক্ষেত্রেই সাময়িক এবং স্থায়ী পদ্ধতি রয়েছে।যাদের আরও সন্তান নেবার ইচ্ছা আছে তারা সাময়িক এবং যারা আর সন্তান নেয়ার ইচ্ছা পোষণ করেন না তারা স্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারেন।
জন্মনিয়ন্ত্রনের সাময়িক পদ্ধতি গুলোর মধ্যে সবগুলো সমান কার্যকরী নয়,তাই কোন পদ্ধতি গ্রহণ করার পূর্বে ঐ পদ্ধতির কার্যকারিতা,কতটা নিরাপদ,দাম এই সবের তফাতগুলো যাচাই করে নিতে হবে।ঠিকমতো ব্যাবহার করলে মহিলাদের জন্য পিল সব থেকে ভালো উপায়।তবে সব মহিলার পিল খাওয়া উচিত নয়।
পিল খাবার আগে পিল গ্রহণকারীকে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে-
১.বয়স ৩৫ এর বেশি কি না
২.৫ বছর যাবৎ পিল খাচ্ছেন কি না?
৩.যে মহিলার কোন সন্তান হয়নি এমন মহিলা কি না।
৪.গর্ভবতী কি না
৫.কোন সন্তান এখনও বুকের দুধ খাচ্ছে কি না।
৬.অপুষ্টিজনিত দুর্বলতা আছে কি না।
৭.ডায়াবেটিস আছে কি না।
৮.ধূমপান করেন কি না।
৯.জন্ডিস আছে কি না।
১০.উচ্চ রক্তচাপ বা মাইগ্রেন থাকলে।
১১.হটাৎ অজ্ঞান হয়ে যান কি না।
১২.চোখে দেখতে খুব অসুবিধা হলে।
১৩.অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে গেলে।
১৪.অনিয়মিত মাসিক হলে।
১৫.এলারজি থাকলে।
উপরোক্ত সমস্যা গুলোর একটিও যদি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই পিল খাওয়া।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।