মেরুজ্যোতি কি ?



মেরুজ্যোতি এক ধরনের আলোকছটা। মেরুবৃত্তাকার অঞ্চলের অন্যতম আকর্ষণ হলো মেরুজ্যোতি। উত্তর গোলার্ধে এটি আরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে আরোরা অস্ট্রালিস নামে পরিচিত। বৈজ্ঞানিকদের ধারণা, মহাশূন্যের আধানযুক্ত কণার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের সংঘর্ষের কারণে এই আলোকছটার সৃস্টি হয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে দুই মেরুর কাছে এটি বেশি দেখা যায়। উত্তর মেরু অঞ্চলে এটি নর্দান লাইটস এবং দক্ষিণ মেরু অঞ্চলে এটি সাউদার্ন লাইটস নামে পরিচিত। মেরুজ্যোতি প্রায় রাতের আকাশে উজ্জল রঙিন আলোর দীপ্তি হয়ে দৃশ্যমান হয়। এ সময় লাল, সবুজ, নীল এবং হলুদ রঙে চারপাশ আলোকিত হয়ে ওঠে। মেরুজ্যোতি সাধারণত ৮০ থেকে ১৬০ কিলোমিটার উচ্চতায় দেখা যায়। কোনোটি আরার দেখা যায় ১,০০০ কিলোমিটার উচ্চতায়। মহাকাশে এই বিস্ময় মেরুজ্যোতির কোনোটি বৃত্তাকার পর্দার কতো, কোনোটি ছড়িয়ে পড়া আলোর মতো, আবার কোনোটি পাখার আকৃতির আলোক বিচ্ছুরণের মতো দেখায়। মেরুজ্যোতি ১০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়, অবশ্য এটি নির্ভর করে তাঁর প্রদর্শন ক্ষমতার ওপর।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.