ল্যাপটপের সুবিধাগুলো কি কি ?
ল্যাপটপ হলো সহজে বহনযোগ্য ক্ষুদ্রাকৃতির একটি পার্সনাল কম্পিউটার, যা কোলের ওপর রেখে কাজ করা যায়। এটিকে কখনো কখনো নোটবুক কম্পিউটার বা কখনো কেবলই নোটবুক বলা হয়। এটি রিচার্জ্যাবল ব্যাটারির সাহায্যেও চলে। এটি যেকোনো জায়গায়ই অপারেট করা যায়। বহনযোগ্য কম্পিউটার সর্বপ্রথম বাজারে আসে ১৯৭৫ সালে, যেটি ছিলো IBM5100. তবে ভাঁজ করে রাখা যায় এমন বহনযোগ্য কম্পিউটারের আবির্ভাব ঘটে ১৯৮০ সালে। কিন্তু এটি আন্তর্জাতিকভাবে বাজারজাত করা হয় ১৯৮৪-৮৫ সালে। ১৯৮৩ সালে বহনযোগ্য কম্পিউটারের নামকরণ করা হয় ল্যাপটপ।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।