পানির নিচে রহস্যময় গুহা !
পানির নিচে গুহা থাকাটা আদ্ভুত মনে হলেও ব্যাপারটি সত্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পানিপ্লাবিত চমৎকার একটি গুহা আছে, যার নাম ওয়াকুলা গুহা। ওয়াকুলা স্প্রিং নামে একটি ঝরণা আছে। এই ঝরণার উৎস হলো ওয়াকুলা নদী। আসলে এটি নদী নয়, ছোট্ট একটি হ্রদ। এ হ্রদের পানি আসে পৃথিবীর অভ্যন্তর থেকে। বিজ্ঞানীরা বহুদিন পর্যন্ত এ পানির উৎসস্থল আবিষ্কার করতে পারছিলেন না। অবশেষে একদল ভূতাত্ত্বিক ডুবুরি পাঠিয়ে ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে গুহাটির সন্ধান পান। ঝরণার ঠিক তলদেশে রয়েছে গুহাটি। গুহাটি কাত হয়ে নিচের দিকে ২০০ ফুট পর্যন্ত বিস্তৃত। গুহাটি প্রস্থে ৭০ থেকে ১৫০ ফুট এবং এর উচ্চতা কোথাও ৫ ফুট আবার কোথাও কোথাও ১০০ ফুটেরও বেশি। গুহাটির মেঝে বালি, কাদা এবং চুনাপাথরের তৈরি। পানি সরবরাহের উৎস থেকে শুরু করে ওয়াকুলা গুহাটি বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।