টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র !



ভারতে মণিপুর রাজ্যে বরাক নদীর ওপর টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে এনএইচপিসি, এসজেভিএন ও মণিপুর রাজ্য সরকার ২০১১ সালের ২২ অক্টোবর দিল্লিতে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই করেছে। যৌথ বিনিয়োগ প্রকল্পে জাতীয় জলবিদ্যুৎ সংস্থার (এনএইচপিসি) ৬৯ শতাংশ, রাস্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থার (এসজেভিএন) ২৬ শতাংশ রাজ্য সরকারের ৫ শতাংশ মালিকানা থাকবে। আসামের মণিপুর রাজ্যের চন্দ্রচুড় জেলায় প্রস্তাবিত এ প্রকল্পে১৬২.৮০ মিটার উঁচু পাথরের বাধের পাশাপাশি ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৬টি ইউনিট থাকবে। ৯,২১১ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্প শেষ হবে ৮৭ মাসে।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.