পৃথিবীর বৃহত্তম তাঁবু !
কাজাখস্তানের রাজধানী অ্যাস্তানায় অবস্থিত ‘খান সাতার’ নামের তাঁবুটি হলো পৃথিবীর বৃহত্তম তাঁবু। প্রায় ৫০০ ফুট উচ্চতার এই তাঁবুটির ডিজাইন করেছেন ফস্টার অ্যান্ড পার্টনারস। তাঁবুটির বাইরের তাপমাত্রা _৩৫ থেকে +৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করলেও ভেতরের তাপমাত্রা থাকে ১৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই তাঁবু তৈরিতে তিন স্তরের ইথিলিন ট্রেটাফ্লুরোইথিলিন ফেব্রিক ব্যাবহার করা হয়েছে। তাঁবুটির ভেতরে মোট জায়গার পরিমাণ ১ মিলিয়ন বর্গফুটের বেশি। এ তাঁবুর মধ্যেই আছে ওয়াটার পার্ক, বাগান, শপিংমল ও মুভি কমপ্লেক্সসহ অনেক ব্যবস্থা।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।