বিশ্বের উচ্চতম নাগরদোলা !
যুক্তরাষ্ট্রের নেভাডা বাজ্যের ভেগাসে অবস্থিত ‘হাই রোলার’ বর্তমানে পৃথিবীর উচ্চতম নাগরদোলা। ১৬৭.৬ মিটার (৫৫০ ফুট) উঁচু এবং ১৫৮.৫ মিটার (৫২০ ফুট) ব্যাসার্ধের এ নাগরদোলাটির নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালে এবং সমাপ্ত হয় ২০১৪ সালে। এ নাগরদোলাটি নির্মাণের পূর্বে পৃথিবীর উচ্চতম নাগরদোলা ছিলো ‘সিংগাপুর ফ্লাইয়ার’। হাই রোলারে ২৮টি যাত্রী ক্যাবিন রয়েছে, যার প্রতিটিতে ২৮ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। পুরো নাগরদোলাটিতে ১,১২০ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। হাই রোলার একবার ঘুরে আসতে ৩০ মিনিট সময় লাগে। এটিতে চড়তে একজন যাত্রীকে দিনের বেলায় ২৪.৯৫ ডলার এবং রাতে ৩৪.৯৫ ডলারের টিকেট করতে হয়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।