জেনেটিক বানর অ্যান্ডি !
বিশ্বের প্রথম জেনেটিক বানর অ্যান্ডি। মার্কিন বিজ্ঞানীরা ২০০০ সালের ২ অক্টোবর ওরেগন হেলথ সেয়েন্স ইউনিভার্সিটিতে বিশ্বের প্রথম জেনেতিক্যালি মোডিফাইড রেসাস বা লাল বানরের জন্ম দিয়েছেন। এর নাম রাখা হয়েছে অ্যান্ডি। এর ফলে মানুষের দেহে ক্যান্সার, এইডস, আলজিমার্স ও ডায়বেটিসের মতো রোগ নিরাময়ে আশার সঞ্চার হয়েছে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
ReplyDeleteGreat post and success for you..
Kontraktor Pameran
Jasa Pembuatan Booth Pameran
Kontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth