শনি গ্রহ সম্পর্কে অজানা কিছু তথ্য !



শনি সৌরজগতের ৬ষ্ট গ্রহ, অর্থাৎ সূর্যের দিক থেকে এর অবস্থান ৬ষ্ট। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম এ গ্রহটির পুরুত্ব সর্বাপেক্ষা কম। শনি একটি গ্যাস দানব হলেও এর ওজন কিন্তু তুলনামূলকভাবে খুবই কম।, মাত্র ৬০০ বিলিয়ন ট্রিলিয়ন টন। এ গ্রহটির মধ্য ও উপরিভাগের অধিকাংশই হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি। এর সাথে রয়েছে পানি, মিথেন ও অ্যামোনিয়া। কেন্দ্রটি সম্ভাবত লোহা, নিকেল এবং পাথুরে উপকরণ (সিলিকন ও অক্সিজেনের সমন্বয়) দ্বারা তৈরি। বাইরে থেকে শনির বায়ুমণ্ডল খুবই পাতলা। তবে কেন্দ্রের দিকে বায়ুমণ্ডলের ঘনত্ব বাড়তে থাকে। ঘনত্ব বাড়তে বাড়তে এক সময় তরলে রূপান্তরিত হয়ে থাকে। এখানে তাপমাত্রা প্রায় ১১,৭০০ ডিগ্রি সেলসিয়াস। শনি পৃথিবীর তুলনায় মাত্র এক শতাংশ তাপ সূর্য থেকে পেয়ে থাকে। কিন্তু বায়ুমণ্ডলে প্রচুর হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকার ফলে এখানে নিয়মিত পারমাণবিক বিক্রিয়া ও তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। এ কারণে শনি যতটুকু তাপ গ্রহণ করে তার ৩ গুন তাপ মহাকাশে নির্গত করে। সৌরজগতের অন্য গ্রহগুলোর চেয়ে শনি দেখতে বেশ আলাদা। এ গ্রহটিকে ঘিরে বেশ কিছু বলয় রয়েছে। বছরের নির্দিষ্ট একটা সময়ে খালি চোখে আকাশে শনি গ্রহটিকে দেখা যায়।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.