রহস্যময় ঔশন ডোম !
জাপানের মিয়াজাকিতে অবস্থিত ‘ঔশন ডোম’ হলো পৃথিবীর সর্ববৃহৎ বদ্ধ পানির পার্ক। এর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং প্রস্থ ১০০ মিটার। এর ছাদের উচ্চতা ১২৪ ফুট। ১৯৯৩ সালে স্থাপিত এ ঔশন ডোমটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বইতে স্থান করে নেয়। এই পানির পার্কে ৪৫৯ ফুট লম্বা কৃত্রিম সমুদ্র সৈকত রয়েছে। এখানকার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ২,৬০০ ইয়েন এবং শিশুদের জন্য ১,৬০০ ইয়েন।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।