ক্যামেরার আবিষ্কার কীভাবে হলো ?
ক্যামেরা বিজ্ঞান-জগতের এক বিস্ময়কর আবিষ্কার। মানুষ, জীবজন্তু বা প্রাকৃতিক দৃশ্যাবলী হুবহু ধরে রাখতে ক্যামেরাই একমাত্র অবলম্বন। আলোকচিত্র গ্রহণে সক্ষম এ যন্ত্রটি আরও বহুক্ষেত্রে অপরিহার্য বলে গণ্য করা হচ্ছে। ক্যামেরার সর্বপ্রথম ধারণাটি আসে থ্রিস্টপূর্ব ৫০০ অব্দে চীনা দার্শনিক ‘মো টি’-এর কাছ থেকে। তারপর বহু বছর কেতে যায়। ১৬৬০ সালে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট বয়লি এবং তাঁর সহকারী রবার্ট হুক ক্যামেরা আবিষ্কারে যথেষ্ট অগ্রগতি ঘটান। ১৯৮৫ সালে জোহান জান একটি বহনযোগ্য ক্যামেরার নকশা আঁকেন। তারপর আসে সেই ঐতিহাসিক দিন। ১৮২৬ সালে ফরাসি আবিষ্কারক নাইসফোর নিপসে আবিষ্কার করলেন ছবি তোলার ক্যামেরা। তাঁর ক্যামেরায় তোলা ছবির স্থায়িত্ব ছিলো মাত্র ৮ ঘণ্টা। তারপর যুগে যুগে ক্যামেরার উন্নতি ঘটতে থাকে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।