রোবট কীভাবে নিয়ন্ত্রণ করা হয়।
রোবট হলো এক ধরনের ইলেক্ট্রো-মেকানিক্যাল যন্ত্র, যা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। রোবট প্রোগ্রামিংয়ের মাধ্যমে নড়াচড়া, হিসাব-নিকাশ ইত্যাদি জটিল কাজ অতি সহজেই করতে পারে। খুব সূক্ষ ও জটিল কাজ মানুষের চেয়ে অনেক দ্রুততার সাথেই করতে পারে রোবট। রোবটের কর্মকান্ড নিয়ন্ত্রণ করে মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার এবং বড় রোবটগুলতে মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয়। বর্তমানে শিল্প-কারখানা, গবেষণা, দৈহিক শ্রমনির্ভর ভারী কাজ, মহাকাষ গবেষণা, চলচ্চিত্র নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে ব্যপকভাবেই রোবট ব্যবহৃত হচ্ছে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।