কীভাবে টেলিভিশন আবিষ্কার হয়েছে ?
টেলিভিশন এমন একটি যন্ত্র, যা থেকে একই সঙ্গে ছবি দেখা যায়। টেলিভিশন শব্দটি এসেছে গ্রিক শব্দ tele (অর্থাৎ দূর) এবং ল্যাটিন শব্দ vision (অর্থাৎ দর্শন) থেকে। টেলিভিশন নামের এ যন্ত্রটি আবিষ্কারের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানীর প্রচেষ্টা। ১৯০৭ সালে রাশিয়ার বিজ্ঞানী বরিস রোজিং প্রথম মেকানিক্যাল টেলিভিশন আবিষ্কার করেন। পরবর্তীতে ১৯২৬ সালে জন লগি বেয়ার্ড প্রথম কার্যকর টেলিভিশন আবিষ্কার করেন। তবে বাণিজ্যিক ভিত্তিতে তেলিভিশনের প্রচলন শুরু হয় ১৯৪০ সালে। সে সময় শুধু সাদা-কালো টেলিভিশনের ব্যবহার দেখান। ১৯৪৪ সালে তিনি বিশ্বের প্রথম পূর্ণ ইলেক্ট্রোনিক রঙিন টেলিভিশন প্রদর্শন করতে সক্ষম হন।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।