আগ্নেয় শিলার ইতিহাস !
সৃষ্টির প্রথম দিকে পৃথিবী খুবই উত্তপ্ত ছিল। এই উত্তপ্ত পৃথিবী ধীরে ধীরে শীতল ও কঠিন হয়। বিভিন্ন মিশ্রিত খনিজ পদার্থ গলিত অবস্থা থেকে তাপ বিকিরণ করে জমাট বেঁধে সরাসরি যে শিলায় পরিণত হয়েছে সেটিই হলো আগ্নেয় শিলা। এ শিলায় কোনো স্তর ও জীবাশ্ম নেই। গ্রানাইট, ব্যাসল্ট, সিয়েনাইট, গ্যাব্রো, ডায়োরাট- এগুলো এ শিলার অন্তর্গত। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে এ শিলাকে প্রাথমিক শিলা এবং এ শিলায় কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলা হয়। আগ্নেয় শিলা প্রধানত দুই ধরনের। আর এগুলো হলো- অন্তঃজ আগ্নেয় শিলএ ও বহিঃজ শিলা।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।