পৃথিবী জন্মের ইতিহাস !
আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে মহাবিশ্বে জন্ম হয় সৌরজগতের। সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে পৃথিবী একটি এবং এর জন্ম হয় আনুমানিক ৪৫৪ বছর আগে। সৃষ্টির আদিতে পৃথিবী ছিল খুবই উত্তপ্ত একটি গোলক। এর প্রধান উপাদান ছিল নাইট্রোজেন, জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড। তখন কোনো কঠিন শিলা ছিল না, সবই ছিল গলিত অবস্থায়। ধীরে ধীরে পৃথিবীর প্রচন্ড তাপ মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। এ সময় তৈরি হয় বহু আগ্নেয়গিরি, যার অধিকাংশই রয়েছে সুপ্ত অবস্থায়। পরবর্তীকালে পৃথিবীর প্রচন্ড তাপ মহাবিশ্বে বিকরিত হতে থাকে এবং গলিত ও ভারী পদার্থ নিচে চলে যেতে থাকে এবং বৃষ্টি হয়ে নিচে নেমে আসে। অবিরাম বৃষ্টির ফলে এক সময় পৃথিবী শীতল হয় এবং মাটি তৈরি হয়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।