বাংলাদেশের প্রাচীনতম জেলা খুলনার ইতিহাস!


খুলনা একটি প্রাচীন জেলা। এ জেলাটি প্রতিষ্ঠিত হয় ১৮৮২ সালে। এর আয়তন ৪,৩৯৪.৪৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২৩,১৮,৫২৭। খুলনা নামটি এসেছে হিন্দু ধর্মের দেবী খুলেশ্বরী থেকে। ১৯৪৭ সালে খুলনায় ৫২ শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী ছিলো, তথাপি এ জেলাটি পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে খুলনার মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই ইসলাম ধর্মাবলম্বী। খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা। খুলনা একটি বন্দর নগরী। এ জেলার গুরুত্বপূর্ণ বন্দর মংলা। খুলনা জেলায় একটি সিটি করপোরেশন এবং ৯টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল- ১. কয়রা, ২. তেরখাদা, ৩. দাকোপ, ৪. দীঘলিয়া, ৫. ডুমুরিয়া, ৬. পাইকগাছা, ৭. ফুলতলা, ৮. বাটিয়াঘাটা এবং ৯. রূপসা।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.