আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল!
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এল ক্লাসিকোর প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল।নেইমারের দেয়া কর্নার কিকটি হেড করে জালে জড়ান ব্রাজিলের ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফিলহো।খেলার অতিরিক্ত সময়ে গোলটি করেন তিনি।
খেলা শুরুর প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই।এমন কি খেলার ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিলো।অতিরিক্ত সময়ের শুরুতেই গোল করে ব্রাজিল।আর্জেন্টিনা ৩টি এবং ব্রাজিল ২টি করে হলুদ কার্ড পেয়েছে।উভয় দল ফাউল করেছে ১২ টি করে।ব্রাজিল ৪টি এবং আর্জেন্টিনা ২টি কর্নার পেয়েছে।
ইকারত ও দিবালার দল কে বেশ ভালোভাবেই সাজিয়েছিলেন আর্জেন্টিনার কোচ।কিন্তু শেষ পর্যন্ত নেইমারদের কাছে হারতে হোল মেসি বিহীন আর্জেন্টিনার।
এদিকে উয়েফা চ্যাম্পিয়ন লীগে ফ্রান্স বনাম জার্মানির ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ১-১ গোলে ড্র অবস্থায় রয়েছে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।